তড়িঘরি করে সৈকতের ভাঙন ঠেকানো সম্ভব নয়: প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯
অ- অ+

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তড়িঘড়ি করে ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। বিদেশী বিশেষজ্ঞরা রয়েছেন যারা নেদারল্যান্ডসহ আন্তর্জাতিক মানদন্ডে সৈকত রক্ষার কাজ করেছেন। তাদের দিয়ে কক্সবাজার ও কুয়াকাটা সৈকত রক্ষার কাজ করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন কবলিত কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদশর্ন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জাহিদ ফারুক বলেন, কক্সবাজার সৈকতের আগে কুয়াকাটায় সৈকত রক্ষার কাজ শুরু হবে। ৯৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে, যেটি বাস্তবায়িত হলে কুয়াকাটা হবে আরও দৃষ্টিনন্দন। দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে।

আপাতত অস্থায়ীভাবে জিওটিউব দিয়ে বালুক্ষয় রোধের চেষ্টা করা হচ্ছে। এতে সৈকত আরও প্রশস্ত হবে। পরবর্তীতে এখানে স্থায়ী গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হবে।

এসময় পানি উন্নয়ন বোর্ডর মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা