ভারতীয়দের ভিসা না দেয়ায় চীনের প্রতি ক্ষুব্ধ নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬
অ- অ+
ছবি: সংগৃহীত

চীনে ২৩ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাঁদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়তে যান। তাছাড়া কয়েক শত ভারতীয় ব্যবসায়ীও পরিবার নিয়ে সে দেশে থাকেন। ২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই তাঁরা ভারতে ফিরেছিলেন। তারপর থেকে ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে চীন। ভারতীয়দের ভিসা দেওয়াও বন্ধ করেছে তারা।

করোনা মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভারতীয় নাগরিকদের চীনে প্র্রবেশ করার অনুমতি দিচ্ছে না শি জিনপিং সরকার। চীনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নয়াদিল্লি। এই সিদ্ধান্তকে ‘অবৈজ্ঞানিক’ বলে উল্লেখ করেছে ভারত। খবর আনন্দবাজারের।

এই বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর চীন সরকারের সঙ্গে কথা বলেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরী। তিনি বলেছেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এই সময় এই ধরনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও ব্যবসায়ী চীনে ঢুকতে পারছেন না। মানবিকতার খাতিরে নিজেদের সিদ্ধান্ত বদল করা উচিত চীনের।’

বিক্রম আরও বলেন, মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে ভারতও বিদেশি নাগরিকদের ভিসা দিয়েছে। চীন থেকেও ব্যবসায়ীদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। চীনেরও উচিত সেই পথে চলা।

চলতি মাসেই বিদেশি নাগরিকদের উপর থেকে নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা এই বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বেইজিং।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা