প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় বিশেষ নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বুড়িগঙ্গা নদীতে এক বিশেষ নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এটি উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন অনেক আনন্দের ও গর্বের উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বুড়িগঙ্গায় নৌকা বাইচের আয়োজনটি অনেক তাৎপর্যপূর্ণ। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর নিরঙ্কুশ সমর্থনে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে চলেছেন অবিচল নেতৃত্বে। দেশের আর্থ-সামাজিক দৃঢ় অবস্থান আর উন্নয়নের মহাকর্মযজ্ঞে পাল্টে যাওয়া বাস্তবতাই এখন বড় দৃষ্টান্ত তার কর্মজীবনের।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ বার জাতিসংঘে বক্তব্যদানের গৌরব অর্জন করেছেন। এ নিয়ে আমরা গর্ববোধ করি। নদীমাতৃক বাংলাদেশে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নৌকা বাইচের আয়োজন নদী পথকে আরও গতিশীল করবে। অগ্রসরমান বাংলাদেশ আরও এগিয়ে যাবে। জন্মদিন উপলক্ষে এই নৌকা বাইচ বুড়িগঙ্গা নদীর দুই পার উৎসবমুখর হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিকালে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুরস্কার বিতরণ ও এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং হাজী মো. সেলিম।

সভাপতিত্ব করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিইউডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :