টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে ‘হাউসফুল’ গ্যালারি চায় ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩
অ- অ+

আইপিএলের বাকি অংশ শেষ হতেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ক্রিকেটের মারমার-কাটকাট সংস্করণের বৈশ্বিক এই আসরটির রঙ অনেকটা বিবর্ণ করেছে করোনাভাইরাস। সংক্রমণ রোধের লক্ষ্যে নতুন নিয়ম করে মাঠে ফেরানো হচ্ছে অল্প কিছু দর্শক। কখনও তা অঙ্কের হিসেবে ৫০ বা ৬০ শতাংশ। তবে আসন্ন বিশ্বকাপের ফাইনালে অন্তত ‘হাউসফুল’ বা পূর্ণ গ্যালারি দর্শক রাখতে চায় আয়োজক দেশ ভারত।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভারতে এবারের বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা নিরপেক্ষ ভেন্যুতে করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরটির পর্দা নামবে ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনালের মাধ্যমে। ওমান ও আমিরাতের কয়েকটি ভেন্যুতে আয়োজিত হবে পুরো আসরটি।

বিশ্বকাপের ফাইনালে গ্যালারি ‘হাউসফুল’ রাখতে চায় ভারত। ছবি: ইন্টারনেট।

করোনা ভীতি থাকলেও বেশ কিছু বিধি মেনে মাঠে দর্শক ফেরানোর অনুমতি রয়েছে আয়োজক দেশের। আমিরাতে চলমান আইপিএলেও মাঠে থাকছে সীমিত পরিসরের দর্শক। বিশ্বকাপেও অল্প দর্শক মাঠে ফেরাতে পারবে ভারত। তবে অন্তত বিশ্বকাপের ফাইনালে পূর্ণ দর্শক মাঠে ফেরাতে চায় ভারত। আর সে লক্ষ্যে আমিরাতের বোর্ডের সঙ্গেও কথা বলেছে বিসিসিআই।

বর্তমানে আইপিএলের বাকি অংশে বিসিসিআই ও এমিরাটস ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবুধাবির স্টেডিয়ামে ২০,০০০ ধারণক্ষমতার পরিবর্তে ১২,০০০ দর্শক। দুবাইয়ে ২৫,০০০ হাজারের পরিবর্তে ১৫,০০০ এবং শারজায় ১৬,০০০ দর্শক থাকার অনুমতি রয়েছে। তবে আসন্ন বৈশ্বিক আসরটির ফাইনাল ১৪ নভেম্বরে পুরো ২৫ হাজার দর্শক মাঠে ফেরাতে চায় ভারত।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা