রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবনে শিক্ষকরা, ফটকে তালা শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১
অ- অ+

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শিক্ষকরা প্রশাসনিক ভবনের ভিতরে অবস্থান করা অবস্থায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তবে ভিতর থেকে ভিসি বলছেন আমরা প্রশাসনিক ভবনের ভিতরে আছি। কিন্তু এমনটা হয়েছে কি না জানিনা। এর আগে শিক্ষকরা প্রশাসনিক ভবনে ঢুকলে শিক্ষার্থীরা এটা করেন বলে নিশ্চিত করেছেন রবীন্দ্র অনশনরত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ।

রাকিব হাসনাত জানান, আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছিলাম কিন্তু স্যাররা কিভাবে ভিতরে ঢুকলেন জানিনা। পরে তারা এসে আমাদের দাবি না মেনে অনশন স্থগিত করতে বললে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাইরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, আমাদের কয়েকজন শিক্ষক তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা ছেলে মানুষি করছেন। তবে প্রধান ফটকে তালা দিয়েছে কি না জানিনা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সোয়া ২টায় ভিতরে সিন্ডিকেট সদস্যদের সভা চলছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা