ডেসকাটের চোখে সেরা সাকিব-জাদেজা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৭:১৬
অ- অ+

বর্তমানে ক্রিকেট বিশ্বে সেরা অলরাউন্ডার কে- এ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলেন। তাই নেদারল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার রায়ান টেন ডেকাটের দৃষ্টিতেও আসতে পারে ভিন্নতা। কিন্তু না, এই ডাচ তারকা ক্রিকেটারের চোখেও সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব একা নন, জাদেজাকেও রাখছেন তিনি।

চলতি সময়ের র‌্যাঙ্কিং বিবেচনা করলে জাদেজাকে কোনোভাবেই সাকিবের কাতারে ফেলা যায় না। কেননা আইসিসির ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান শীর্ষে। টি-টোয়েন্টিতে তার অবস্থান তালিকার দ্বিতীয় স্থানে। আর টেস্ট ক্রিকেটে সাকিবের অবস্থান চতুর্থ স্থানে।

অন্যদিকে জাদেজা টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে রয়েছেন তিন নম্বর স্থানে। ওয়ানডেতে রয়েছেন এই অলরাউন্ডার নয় নম্বরে। কিন্তু টি-টোয়েন্টিতে তালিকার সেরা দশেই নেই ভারতের এই আলরাউন্ডার।

এরপরও সাকিব এবং জাদেজা সেরা মানছেন ডেসকাট। সম্প্রতি এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে ডেসকাটে বলেন, 'আমি মনে করি সাকিবকে বাদ দেয়া কঠিন। রবিন্দ্র জাদেজা তার থেকে এগিয়ে আছে। আমি মনে করি অলরাউন্ডারের ভূমিকায় একজন পেস বোলিং অলরাউন্ডারের থেকে একজন স্পিন বোলিং অলরাউন্ডারের কার্যকারীতা বেশি। হ্যা, আমাকে যদি দুজনকে বেছে নিতে হয় তবে আমি এই দুজনকেই বেছে নেব।'

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা