লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে হেরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ০৮:৫৪| আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৮:৫৮
অ- অ+

আবুধাবিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। জয়ের সম্ভাবনা জাগিয়েও লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৭ রান তুলে লিটনরা। জবাবে খেলতে নেমে ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।

শেখ জায়েদ স্টেডিয়ামে নাঈম শেখের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করে ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন লিটন। নাঈমও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৯ বলে মাত্র ১১ রান করেছেন তিনি।

পরের উইকেটে ২৭ রান যোগ করেন সৌম্য ও মুশফিকুর রহিম। ১৩ বলে সমান ১৩ রান করে সাজঘরে ফেরেন মুশি। আর আফিফ হোসেন আউট হন ১৫ রান করে। অন্যদিকে ২৬ বলে ৩৪ রান করে হাসারাঙ্গাকে উইকেট দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার।

এছাড়া ৮ বল ৫ রানে শামীম, ১২ বলে ১৬ রানে শেখ মেহেদী হাসান এবং তাসকিন আহমেদ ৪ বলে ৪ রান করেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার কুশল পেরেরা (৪) ও পাথুম নিসাঙ্কা (১৫) সাজঘরে ফেরেন। বেশি কিছু করতে পারেননি দীনেশ চান্দিমাল (১৩), ভানিন্দু হাসারাঙ্গা (৭), ভানুকা রাজাপাকশে (০) ও দাসুন শানাকারাও (৭)। ফলে মাত্র ৭৫ রানেই ৬ উইকেট হারায় তারা।

ইনিংসের ১১তম ওভারেই ছয় উইকেট পতনের পরও ঘাবড়ে যাননি ফর্মে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো। চামিকা করুনারত্নের সঙ্গে সপ্তম উইকেটে ৮.১ ওভারে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আভিশকা। তিনি অপরাজিত থাকেন ফিফটি হাঁকিয়ে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা