পোল্ট্রি ফিড ব্যাগে ইয়াবা পাচারকালে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ২০:১৪
অ- অ+

পোল্ট্রি ফিড ব্যাগে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটকের সময় পাঁচ হাজার ৭০২ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন ও মো. সমীর হোসেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে পোল্ট্রি ফিড ব্যাগে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পাঁচ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দেলোয়ার হোসেন ও মো. সমীর হোসেন নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা