নিয়মিত মাদক নেন আরিয়ান: এনসিবি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৭:১৭
অ- অ+

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নিয়মিত মাদক সেবন করেন বলে বৃহস্পতিবারের শুনানিতে দাবি করেছে তদন্তকারী সংস্থা মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। এদিন আদালতে এই দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিল সিং।

তিনি বলেন, ‘আরিয়ান খান প্রথমবারের মতো মাদক সেবন করছেন, বিষয়টি এমন নয়। আদালতের সামনে যে প্রমাণ দাখিল করা হয়েছে, তাতে তার নিয়মিত মাদক সেবনের বিষয়টি স্পষ্ট। শেষ কয়েক বছর ধরে এই অভ্যাস রয়েছে তার।’

এছাড়া, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি এই দাবিও ঠিক নয় বলে উল্লেখ করেন অনিল সিং। শুনানি চলাকালীন শাহরুখপুত্রের দেওয়া জবানবন্দি উল্লেখ করে তিনি বলেন, ‘আরিয়ান ও তার বন্ধুরা আনন্দ উপভোগ করতেই প্রমোদতরীতে গিয়েছিলেন। তাদের সজ্ঞানেই পার্টিতে মাদক পৌঁছে গিয়েছিল।

অনিল সিংয়ের দাবি, আরিয়ান ও তার বন্ধুদের জন্য পার্টিতে মাদক এসেছিল। তাই মাদকের কথা তারা জানতেন না, এই কথা বলার কোনো সুযোগ নেই।’

এনসিবির এই আইনজীবী আরও বলেন, আরবাজ মার্চেন্টের থেকে যে মাদক উদ্ধার করা হয়েছিল, সেগুলো আনা হয়েছিল আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাবা ও আরও একজনের জন্য। মান্নাত (শাহরুখের বাড়ি) থেকে একটি মার্সিটিজ গাড়িতে করে তারা একইসঙ্গে প্রমোদতরীতে গিয়েছিলেন।

এদিকে, বৃহস্পতিবার যদি আরিয়ান জামিন না পান, তাহলে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তাকে জেলেই কাটাতে হবে। ইতোমধ্যে ১২ দিন মাদক নিয়ন্ত্রক ব্যুরোর হেফাজতে এবং সাত দিন জেল হেফাজতে কাটিয়েছেন তিনি। আপাতত ছেলের জামিনের অপেক্ষা শাহরুখ খান ও গৌরী।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা