পদার্থবিজ্ঞানে অবদানে 'মুস্তফা পুরস্কার' পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ০০:৫১| আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৭:০৪
অ- অ+

পদার্থবিজ্ঞানে অবদানের জন্য এ বছর ওআইসির 'মুস্তফা পুরস্কার' পেয়েছেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী এম জাহিদ হাসান। তিনি গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. রহমত আলীর বড় ছেলে। শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে এবার যৌথভাবে ইরানের বিজ্ঞানী কামরান ওয়াফার সঙ্গে এ পুরস্কার জেতেন তিনি।

ইরানের মুস্তফা (স.) ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের এ পুরস্কার দিয়ে থাকে।

এবার পাঁচ বিজ্ঞানী পেয়েছেন এ পুরস্কার। যৌথভাবে পুরস্কার বিজয়ী বাকি তিন বিজ্ঞানী হলেন- স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মুহাম্মাদ সানেগ ও পাকিস্তানের মুহাম্মাদ ইকবাল চৌধুরী।

বুধবার ইরানে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ ডলার (প্রায় সাড়ে ৪ কোটি টাকা)।

গাজীপুরের সন্তান জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসিতে প্রথম স্থান অধিকার করেন।

তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, ন্যানোটেকনোলজিসহ ৪টি ক্যাটাগরিতে অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। মহানবি মোস্তফার স. নামে ২০১৫ সাল থেকে ঘোষিত এই পুরস্কারকে বলা হয় মুসলিম বিশ্বের নোবেল।

এর আগে আরও তিন দফায় নয় জন শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা ছিলেন ইরান, সিঙ্গাপুর, তুরস্ক ও জর্ডান থেকে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা