বোয়ালমারীতে নেতাকর্মীদের সঙ্গে সাংসদ ফারুক খানের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১২:৪১| আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২:৫৩
অ- অ+

তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে আসন্ন ইউপি নির্বাচনে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর আহ্বান জানিয়েছেন লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি। শনিবার নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের পথে ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনে যাত্রা বিরতিকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের রিজার্ভ থেকে বিভিন্ন রাষ্ট্রকে ঋণ সহায়তা দিচ্ছি। বিভিন্ন বৈদেশিক সংস্থা যারা এ দেশে বিনিয়োগে আগ্রহী তাদের বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে স্বল্পসুদে ঋণ দেবে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।’

এসময় বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনের নেতৃত্বে কাউন্সিলরগণ সাংসদ ফারুক খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাজী সিরাজুল মহিলা কলেজ, রাসেল স্মৃতি সংসদ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তাকে।

সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল সিকদার, কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মোল্লা কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা