সোনারগাঁওয়ে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১৩:২৩| আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৩:৫৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দীর্ঘ দিন ধরে ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় উপজেলার হোসেনপুর কলেজের সামনে সমমনা প্লাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শম্ভুপুরা ইউনিয়নের ভুক্তভোগী ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দূর্গাপ্রসাদ থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তাটি গত এক বছর ধরে সংস্কার করার জন্য ভেঙে ফেলে রাখা হয়েছে। এতে শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান এলাকাবাসী। তারা আরও জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারী না থাকায় দীর্ঘ এক বছর যাবত রাস্তাটির সংস্কার শেষ হচ্ছে না।

মানববন্ধনে অংশ নেন- জেলা পরিষদের সদস্য নুর জাহান, সমমনা প্লাটফর্মের আহবায়ক শামসুল আলম পনির, উদ্যোক্তা মোয়াজ্জেম হোসেন, হোসেনপুর জনকল্যাণ সমিতির সভাপতি গোলাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সমমনা প্লাটফর্মের সদস্য আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, জুলহাস উদ্দিনসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা