সিল্কি ও উজ্বল চুল পেতে যে উপাদান ভরসা পূজার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ০৮:২৩
অ- অ+

ত্বক ও চুলের সৌন্দর্যের কথা উঠলেই তারকাদের কথা প্রথম মনে আসে। তাদের সিক্রেট টিপসগুলি অনেকেই অনুসরণ করেন। তবে হেয়ার মাস্ক বা ফেসমাস্ক যাই ব্যবহার করা হোক না কেন, তারকারা বেশিরভাগ সময় ঘরোয়া উপকরণের উপর নির্ভর করেন। ত্বক ও চুল ঠিক রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন ভারতের অভিনেত্রী পূজা হেগড়ে।

সিল্কি, স্ট্রেট ও উজ্জ্বল চুলের জন্য পূজা কী ব্যবহার করেন, সেটি জানিয়েছেন ভারতের এই দক্ষিণী নায়িকা। দামী কোনও উপাদান দিয়ে তিনি চুলের যত্ন নেন না। আগেরকার দিনের মতো তিনিও চুলের যত্নের জন্য সবচেয়ে সহজ ও পুষ্টিকর উপাদান ব্যবহার করেন। সেটি হলো নারকেল তেল।

প্রতিবার শ্যাম্পু করার আগে নারকেল দিয়ে চুলে মাসাজ করতে ভোলেন না তিনি। চুলের গোড়া মজবুত করতে, স্ট্রেস কমাতে এই ঘরোয়া ও সহজলোভ্য উপাদানের কোনও বিকল্প হয় না। ঠাকুমা থেকে কাকিমারা পর্যন্ত নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেন।

নারকেল তেলের উপকারিতা

– নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়।

– নারকেল তেলে রয়েছে অলৌকিক উপাদান যা চুলের সমস্ত সমস্যা মিটিয়ে সার্বিক যত্ন নিতে সাহায্য করে।

– নারকেল তেলের কারণে মাথার ত্বকে জ্বালাভাব কমে যায়। সমংক্রমণের হ্রাস পায়। এছাড়া খুশকি রোধ করতেও সাহায্য করে।

– চুলের গোড়া মজবুত করতে, মাথার ত্বককে হাইড্রেট করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে।

– চুলের বৃদ্ধির জন্যও নারকেল তেলের অবদান রয়েছে।

– মাথায় উকুন হলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে তা দূর হয়ে যায়।

– মানসিক চাপ কমাতে, স্ট্রেস দূর করতে মাথায় নারকেল তেল দিয়ে মাসাজ করলে উপকার হয়।

– উজ্জ্বল, চকচকে চুলের জন্য নারকেল তেল ব্যবহার করা হয়।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা