মুন্সীগঞ্জে কোরআন নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ২০:১৮
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র কোরআন নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আটক যুবক জয় মন্ডলকে (২০) কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে ৩টার দিকে তাকে মুন্সীগঞ্জ আমলি আদালত-২ এ হাজির করা হলে বিচারকের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আটক জয় মন্ডল।

শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন রেহানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে তাকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। রাতেই থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। আটক জয় মন্ডল উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামের উত্তম মন্ডলের ছেলে।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, আটক জয় মন্ডল ফেসবুকে পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে জয় মন্ডলকে আটক করে এবং তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা