পাবনায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

পাবনায় শ্যালকের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ভগ্নিপতি বিশাল রায় (২২)। শনিবার সকাল ৭টার দিকে শহরের অনন্ত বাজার এলাকার সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত বিশাল রায় পাবনা পৌর শহরের অনন্ত বাজার দক্ষিণ রামপুর মহল্লার উত্তম রায়ের ছেলে। তার শ্যালকের নামও বিশাল রায়।
স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ভগ্নিপতি ও শ্যালকের মধ্যে কলহ চলছিল। এরই জেরে শনিবার সকালে সুইপার কলোনীর সামনে শ্যালক বিশাল রায় ভগ্নিপতি বিশাল রায়কে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা বিশালকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএ)

মন্তব্য করুন