সড়ক দখল, তিন ভবনের বর্ধিতাংশ গুঁড়িয়ে দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৫৯| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:১০
অ- অ+

নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করে সড়ক দখল করার দায়ে তিনটি ভবনের বর্ধিতাংশ গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের তিন নম্বর সড়কের তিনটি ভবনের বর্ধিতাংশ গুঁড়িয়ে দেয় নগর কর্তৃপক্ষ।

সকালে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এই ভবনগুলো সনাক্ত করেন। এ সময় তিনি ভবনের বর্ধিতাংশ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় একটি ভবনের সামনে পাকা করে ছাউনি তৈরি করা হয়েছিল, যা গুঁড়িয়ে দেয় নগর কর্তৃপক্ষ। অপর একটি ভবনে সড়ক দখল করে ভবনের মূল ফটক ও বাগান করা হয়েছিল, যা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এরপর অপর একটি ভবনের গ্যারেজের মূল ফটকের পুরোটাই রাস্তার উপর শনাক্ত হয়। যা তাৎক্ষনিকভাবে গুঁড়িয়ে দিয়েছে উত্তর সিটি।

এ বিষয়ে মেয়র বলেন, ‘সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় পরিণত করতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এস. এম. শরীফ উল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা