ভালুকায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ)
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৩:০৯| আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:১৬
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার ও সোমবার দুই দিন বিদ্যালয়ের (স্কাউট) শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থায়নে ইটের সুরকি ফেলে রাস্তাটি সংস্কার করে।

রাস্তাটি খানাখন্দে ভরা ছিল এবং জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল।

ওই বিদ্যালয় থেকে পিএস (প্রেসিডেন্টস স্কাউট) অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউট শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা বলেন, ‘আমরা যেকোনো কল্যাণমূলক কাজ করতে সর্বদাই প্রস্তুত। আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা স্যারের সহযোগিতা ও দিক নির্দেশনায় আমরা রাস্তাটি সংস্কার করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আনোয়ারা নীনা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের চলাচলের রাস্তাটি ভারী বালিবোঝাই ট্রাক যাতায়াত করায় চলাচলে অনুপযোগী হয়ে যায়। আমার বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করি।’

তিনি আরও জানান, সমাজসেবামূলক কাজ করে বিদ্যালয়ের ১৫ স্কাউট শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা