লোহাগাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৭:২১
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ফাতেমা আক্তার রিয়া নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ট্রাকচালক হাসান আলী সিকদারের মেয়ে ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনদিন আগে একজন প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে কাপড় কেনেন রিয়া। রাতে বাবা বাড়িতে এলে কাপড় কেনার বিষয়ে জানায়। উত্তরে তিনি কয়েকদিন পর টাকা দিবেন বললে অভিমান হয় রিয়ার।

প্রতিদিনের মতো রবিবার রাতে খাবার খেয়ে নিজ রুমে শুয়ে যায় রিয়া। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে লোহার রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পায় তার ছোট ভাই রায়হান। সঙ্গে সঙ্গে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, পদুয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা