টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৩১| আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৪৫
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সপ্তম আসরের প্রথমপর্বের প্রথম ম্যাচে ৬ রানে হারার পর কোনোমতো মূলপর্বে উঠেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এরপর সুপার টুয়েলভের খেলায় আবারও হেরে টানা দুই ম্যাচ। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

গত মঙ্গলবার র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আইসিসি। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে টাইগাররা। বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হওয়ার আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। তারই ফলস্বরুপ র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি ঘটেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের। উঠে যায় র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। মজার ব্যাপার হলো সে সময় বাংলাদেশর পেছনে পড়েছিল অস্ট্রেলিয়াও।

কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন কপাল পুড়েছে মাহমুদউল্লাহদের। বিশ্বকাপ নিজেদের উদ্বোধনী ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল স্কটল্যান্ডের কাছে হেরে প্রথমপর্ব থেকেই ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। পরে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে রানারআপ হয়ে সেরা বারো জায়গা করে নেয়।

সুপার টুয়েলভে উঠলেও আবারও হারের বৃত্তেই রয়েছে টাইগাররা। মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে ১৭১ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু লঙ্কান ব্যাটসম্যানকে সামনে এই রান ছিল মামুলি টার্গেট। ফলে ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই সহজ তুলে নেন দাসুন শানাকা বাহিনী। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানেই।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা