ক্যোমানকে সরালেও ভাগ্য ফেরেনি বার্সার

লা লিগায় টানা দুই পরাজয়। বছরের প্রথম এল ক্লাসিকোতে হারের পর রায়ো ভালকানোর বিপক্ষেও পেরে উঠেনি বার্সেলোনা। সবশেষ ৫ ম্যাচে দলটির জয় মাত্র একটি। এমন ব্যর্থতায় চাকরিও হারিয়েছেন ডাচ কোচ রোনাল্ড ক্যোমান। স্প্যানিশ দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে যোগ দিয়েছেন সার্জিও বারজুয়ান। তবে ম্যাচের ফলে পরিবর্তন আসেনি।
গত বৃহস্পতিবার দায়িত্ব নেওয়া বারজুয়ানের কোচ হিসেবে ডেব্যু হওয়া ম্যাচে আলভেজের বিপক্ষে ড্র করে বার্সা। শনিবার রাতে ঘরের মাঠে বল দখলে আধিপত্য রেখে বিরতির আগে ডিপাইয়ের গোলে এগিয়েও যায় বার্সা। তবে অনেক চেষ্টায় করেও পূর্ণ পয়েন্ট তুলতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধ্বে দারুণ গোলে দলকে সমতায় ফেরান আলভেজের স্প্যানিশ লেফট উইঙ্গার লুইস রিজোয়া।
এদিন ৭৯ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় বার্সা, লক্ষ্যে থাকে পাঁচটি শট। বিপরীতে তিন শটের দুটি লক্ষ্যে শট নেয় সফরকারীরা।
টানা দুই জয়ের পর ড্র করলেও পয়েন্ট টেবিলের ১৬ নম্বরেই রয়েছে ডিপোরটিভো আলভেজ। ১১ ম্যাচে ৪টি করে জয় ও ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রয়েছে বার্সেলোনা। টেবিলের শীর্ষে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ। দুইয়ে সমান পয়েন্ট নিয়ে রয়েছে সেভিলা।
গত বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাবটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিযোগ পেয়েছেন সার্জিও বারজুয়ান।
এদিন প্রথম মিনিট থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেও আক্রমণে তেমন কিছু করতে পারছিল না বার্সা। অবশ্য ১৮তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি এরিক গার্সিয়া। এই স্প্যানিশ ডিফেন্ডারের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
বিরতির একটু আগে ভালো একটি সুযোগ তৈরি করেন মেমফিস। তার জোরালো শটে বল শেষ মুহূর্তে বাঁক খেয়ে জালে ঢুকতে পারত, বলের দিকে দৃষ্টি রেখে ঠেকিয়ে দেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আর ব্যর্থ হননি মেমফিস।
৪৯ মিনিটে ডাচ ফরোয়ার্ডের গোলে এগিয়ে গেলেও বেশিসময় স্বস্তিতে থাকতে পারেনি বার্সা। ৫২ মিনিটে হোসেলুর বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন রিয়োহা। লা লিগায় এ পর্যন্ত ৭৪ ম্যাচ খেলে তিনি গোল করেছেন কেবল পাঁচটি। এর তিনটিই বার্সেলোনার বিপক্ষে!
৬৮তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন জেরার্দ পিকে। এর আগে ৪৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সার্জিও আগুয়েরো। বার্সেলোনার চোট পাওয়া খেলোয়াড়দের তালিকাটা হয়তো আরেকটু লম্বা হলো। সমতায় ফিরে বাকি সময়েও বল দখলে রাখে বার্সেলোনা। তবে চেষ্টা অব্যাহত রাখলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এইচএন)

মন্তব্য করুন