সাবেক স্বামীকে এসিড নিক্ষেপ: কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু

সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড নিক্ষেপের মামলায় সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলাসহ দুইজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।
রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত মামলাটিতে আসামিদের জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেন।
শুনানিকালে চার্জগঠন হওয়া মিলা ও তার সহযোগী পিস জন পিটার হালদার ওরফে কিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলায় বলা হয়, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলার (৩৩) সঙ্গে পারভেজ সানজারির বিবাহ হয়। পরের বছর ৩১ জানুয়ারি আসামি ও ভিকটিমের মধ্যে সাংসারিক বনিবনা না হওয়ায় তালাক দেন। এরপর থেকে পারভেজ সানজারির বিরুদ্ধে মিথ্যা, কুৎসা রটনা করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টাসহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয় মিলা। ২০১৯ সালের ১৪ এপ্রিল আসামি মিলা তার ফেইসবুকে ভিকটিমের বিরুদ্ধে মিথ্যা কুরুচীপূর্ণ ও সম্মানহানীকর তথ্য প্রকাশ ও প্রচার করার অভিযোগ এনে আদালতে একটি পিটিশন মামলা করেন। এরপর থেকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে।
মামলায় আরও বলা হয়, ২০১৯ সালের ২ জুন সন্ধ্যা ৭.৫০ মিনিটে পারভেজ সানজারি বাসা থেকে মোটরসাইকেল যোগে বের হলে রাস্তার মধ্যে পিস জন পিটার হালদার ওরফে কিম (২৮) মোটরসাইকেলের সামনে এসে পথরোধ করে। পারভেজ সানজারি পথরোধের কারণ জানতে চাইলে তখন পিটার সাহায্য প্রার্থনা করে। তখন মিলাকে রাস্তার পাশে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে ভিকটিম। বিষয়টি বুঝতে পেরে ভিকটিম স্থান ত্যাগ করার চেষ্টা করে। ওই সময় দুই নং আসামি তার কাঁধে থাকা ব্যাগ থেকে একটি বােতল বের করে তাকে লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ ছুড়ে মারে। তখন তার শরীরের বিভিন্ন অংশসহ দুই হাতের কবজির উপর থেকে দুই পা, পেট ও পুরুষাঙ্গের অংশ বিশেষ পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ওই ঘটনায় পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
২০২০ সালের ২৩ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মিলা ও পিটারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
ঢাকাটাইমস/১৪নভেম্বর/আরজে/এমআর

মন্তব্য করুন