বাসে অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১, ১১:৪৪| আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:৪৬
অ- অ+

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া ও দুর্ব্যবহার করার অভিযোগে ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস পাশের গলিতে রেখেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকালে শিক্ষার্থীরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করেনি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’ না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। হেলপাররা শিক্ষার্থীদের বাসে উঠতেও বাধা দেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়।

নাম প্রকাশ না করে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস আটকে রাখা হবে। দাবি মানলে বাস ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা