মুগদায় বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১০:০৫| আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১:১০
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর মুগদার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন প্রিয়াংকা বারৈ (৩২) ও অরুপ বৌদ্ধ (৫)। তারা সম্পর্কে মা ও ছেলে।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় মারা যাওয়া গৃহবধূর স্বামী সুধাংশু বৌদ্ধ ও শাশুড়ি শেফালী রাণী বারৈ চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগে। পরে দগ্ধ চারজনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুধাংশু ২৫ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ, উরক ৬৭ শতাংশ ও শেফালী ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা