শীতের আমেজ, ফুটপাতের দোকানে বাড়ছে ভিড়

সাব্বির রোজ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১০:২৭
অ- অ+

এবার একটু আগে-ভাগেই শীত আসবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে শীতের আগমনী বার্তা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে শীতের দেখা পেতে আরও আরও কিছু দিন অপেক্ষা করা লাগবে। তবে ইতিমধ্যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। সেজন্য নগরবাসীর মধ্যে শুরু হয়ে গেছে শীতের আগাম প্রস্তুতি। অনেকে এখনই শীতবস্ত্রের কেনাকাটা সেরে নিচ্ছেন। ফুটপাতের দোকানগুলোতে বাড়ছে ভিড়।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের দোকান। বাহারি ধরনের শীতের পোশাকের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। কেউ ভ্যানের উপর আবার কেউ ফুটপাতে রেখেই করছেন বেচা-বিক্রি। এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। খুঁজছেন নিজের পছন্দের পোশাকটি। সাধারণত স্বল্প আয়ের মানুষ বেশি ভিড় করছেন এসব দোকানে। তবে স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যম আয়ের মানুষেরা আসছেন এখানে কেনাকাটা করতে।

১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, টুপি, ফুলপ্যান্ট, সোয়েটার, কম্বল, হাতমোজাসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব ফুটপাতে।

এমনই এক স্বল্প আয়ের ক্রেতা আব্দুর রহিম। পেশায় রিকশা চালক। পরিবার নিয়ে থাকেন রাজধানীতে। পরিবারের আবদার মেটাতে হিমশিম খেতে হয় তার। এবার এসেছে শীত। সামর্থ্য না থাকলেও কিনতে হবে শীতের পোশাক। এসেছেন রাজধানীর ফার্মগেটে।

আব্দুর রহিম ঢাকা টাইমসকে বলেন, ‘রাস্তার পাশে ছাড়া আমাদের শীতের গরম পোশাক পরার সামর্থ্য নেই। তাই পরিবারের ছেলে-মেয়ে ও স্ত্রীর জন্য কম দামে শীতের গরম কাপড় কিনতে ফুটপাতে এসেছি। ’

ফুটপাতে গরম কাপড়ের দাম নিয়ে কথা থাকলেও বেশিরভাগ ক্রেতাই কম দামে কিনতে পেরে খুশি। শীত যত ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে এসব দোকানের।

বিক্রেতা জলিল মিয়া ঢাকা টাইমসকে বলেন, সপ্তাহ-দুয়েক আগে এসব পণ্যের বেচাকেনা শুরু হয়ে গেছে। শুরুতে ক্রেতা ছিল না বললেই চলে। তবে এখন মোটামুটি ক্রেতাদের বেশ ভিড়। অফিস শেষে সন্ধ্যায় আমাদের ক্রেতার সংখ্যা বাড়ে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসআর/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এমন কোনো শক্তি নেই প্রতিহত করবে: প্রেস সচিব
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা শাকিব, মাহি, বাঁধনদের
ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা