কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ২২:২৩

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করেছে কতোয়ালী থানা পুলিশ। কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর অস্ত্রগুলো উদ্ধার হলো। ধারণা করা হচ্ছে, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এগুলো ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সংরাইশ বড় পুকুরপাড় এলাকার সীমানা প্রাচীরঘেরা একটি স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্রগুলোর মধ্যে ছিল দুটি এলজি, একটি পাইপগান, বোমাসদৃশ বস্তু, ককটেল, দুটি জামা ও ব্যাগ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সংরাইশ বড় পুকুরপাড় এলাকার সীমানা প্রাচীরঘেরা একটি স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। আমরা ধারণা করছি কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এগুলো ব্যবহার করা হয়েছে।

ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। রাতে মামলা করবেন পরিবারের সদস্যরা।

গত সোমবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :