ছাড়পত্র পেল নিরব-মিথিলার 'অমানুষ' সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৫:০৭
অ- অ+

সেন্সর ছাড়পত্র পেল নিরব হোসেন ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা জুটির প্রথম সিনেমা 'অমানুষ'।

দুপুরে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন।

এর আগে গত ১৬ নভেম্বর একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড। সংশোধন করে জমা দিলে দ্বিতীয়বারে বুধবার সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসা পেয়েছে ‘অমানুষ’।

নিরব বলেন, ‘সিনেমাটি দেখার পর বোর্ড সদস্যরা আমার অভিনয় ও সিনেমার প্রশংসা করেছেন। এটি আমার জন্য বড় পাওয়া। নিজেও চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে কাজটি করতে। সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ‘অমানুষ’ সিনেমায় দর্শক নতুন এক নিরবকে খুঁজে পাবেন। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে জানতে চাইলে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আশা করছি ডিসেম্বরেই মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেওয়া হবে।’

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে আরও আছেন-মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী সুজন, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু ও আনন্দ খালেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা