এক মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ২৩৭

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৭:২৩| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৩৫
অ- অ+

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ অক্টোবর এর চেয়ে কম মৃত্যু হয়। সেদিন ৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

এদিকে গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। আর সুস্থ হয়েছেন ৩৬০ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৮৮ জনের। এতে শনাক্ত হন ২৩৭ জন, যাতে শনাক্তে হার ১.২৫ শতাংশ।

এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৫৮ শতাংশ।

এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

এদিকে দেশে নতুন যে তিনজন মারা গেছেন তাদের তিনজন পুরুষ ও ছয়জন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৭০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।

দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যেকোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা