উনিশ শতকে জন্ম নেওয়া শেষ মানুষটির বিদায়!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১১:১২| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১:৪৮
অ- অ+

পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে মনে করা হতো তাকে। সেই ফ্রান্সিসকা সুসানো মারা গেছেন। বয়স হয়েছিল ১২৪ বছর। দাবি করা হচ্ছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একুশ শতকে জন্ম নেওয়া আর কেউ বেঁচে নেই।

ফিলিপিনসের কাবানকালানের বাসিন্দা ফ্রান্সিসকা সুসানো। স্থানীয় প্রশাসনের দাবি, তিনি দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেপ্টেম্বরেই তার জন্মনথি পরখ করা শুরু করেছিল। কিন্তু তা শেষ হওয়ার আগেই চলে গেলেন লোলা।

১৮৯৭ সালের ১১ সেপ্টেম্বর জন্ম লোলার। তার এক বছর পরেই ফিলিপিনসকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় স্পেন। লোলার জন্মের বছরেই প্রথম আইসক্রিম স্কুপ আবিষ্কার হয় পৃথিবীতে। লোলা নিজেই জানিয়েছিলেন, তার দীর্ঘায়ুর রহস্য। বলেছিলেন, বেশি সবজি, অল্প মাংস আর শূকরের মাংস না খাওয়ার জন্য নাকি এত বছর বেঁচে আছেন। পাশাপাশি জানান, মদ না খাওয়াও দীর্ঘায়ুর অন্যতম কারণ।

এর আগে ১২৪ বছর কেউ বাঁচেনি পৃথিবীতে। ১৯৯৭ সালে ১২২ বছরে মারা গিয়েছেন জিন কালমেট। দীর্ঘায়ুর রেকর্ড এতদিন ছিল তার দখলে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা