মির্জাপুরে টিকা নিতে গিয়ে অটো উল্টে যুবকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১২:০১| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:৪০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে সিএনজিচালিত অটো উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোতে থাকা অন্যরা অক্ষত থাকলেও চালক জুয়েল আহত হয়েছেন। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে গোড়াই-সখিপুর সড়কের হাঁটুভাঙা সিরামিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাফ দেওয়ানের ছেলে।

আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তার স্ত্রীসহ আশপাশের বাড়ির আটজনকে নিয়ে করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজগানা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিত মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা