ফেসবুকের লন্ডন অফিসে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী জুলফিকার

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৩:৫৭
অ- অ+

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার। রবিবার এই তরুণ তার চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ জুলফিকার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগ ও ৪২ ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২২ সালের মার্চ মাসে ফেইসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন বলেও জানান।

আসিফ জুলফিকার বলেন, ফেইসবুক থেকে চিঠি হাতে পেয়েছি। ফেইসবুকের মতো জায়গায় কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। দীর্ঘদিনের স্বপ্নটা অবশেষে পূরণ করতে পেরেছি। এখন বেশ আনন্দ লাগছে। দীর্ঘদিনের পরিশ্রম কাজে দিয়েছে।

আসিফ বলেন, ফেইসবুকের মতো একটি চ্যালেঞ্জিং প্লাটফর্মে কাজ পাওয়াটা মোটেই সহজসাধ্য ছিল না। তিনটি ধাপে পাঁচটি ভাইভাতে অংশ নিতে হয়েছিল আমাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যার অভিজ্ঞতা ফেইসবুকের ভাইভাতে কাজে দিয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা