পুঁজিবাজারের স্থিতিশীলতায় সর্বোচ্চ সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয়

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৫০| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:১৭
অ- অ+

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ চৌধুরী ও অর্থমন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহর সঙ্গে বৈঠকে করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

রবিবার অর্থমন্ত্রণালয়ে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে অর্থমন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সচিবেরা।

জানা গেছে, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বাজার রাখার লক্ষ্যে করণীয় নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শেয়ারবাজারের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় শেয়ারবাজারকে এগিয়ে নিতে বিএসইসির পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসময় পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বাজার রাখার জন্য অর্থমন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সচিবেরা।

সভায় পুঁজিবাজারের যোগ্য নেতৃত্ব দেওয়ার কারণে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে শিবলী কমিশনের প্রশংসা করা হয়।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা