চলে গেলেন জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৬
অ- অ+

১৯৫৪ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জিতেছিলো জার্মানি। সেবারের বিশ্বকাপ দলে জায়গা হয়েছিলো হোর্স্ট একেলের। আর তিনিই এতদিন জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য হিসেবে বেঁচে ছিলেন। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে হোর্স্ট একেলও চলে গেলেন।

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন। সেই বিবৃতিতে লেখা ছিলো, ‘হোর্স্ট একেলের মৃত্যুতে শোক প্রকাশ করছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯৫৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আজ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’

প্রায় ৬৭ বছর আগের সেই আসরে জার্মানির হয়ে মাত্র দুজন ফুটবলার পুরো বিশ্বকাপের ছয়টি ম্যাচই খেলেছিলেন। সেই দুজন হলেন অধিনায়ক ফ্রিৎজ ওয়াল্টার এবং তরুণ মিডফিল্ডার হোর্স্ট একেল। হাঙ্গেরির বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে একেলই ছিলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগেও হাঙ্গেরির সঙ্গে দেখা হয়েছিলো জার্মানির। গ্রুপপর্বের সেই ম্যাচে হাঙ্গেরির কাছে হেলে পানিই পায়নি জার্মানরা। হেরেছিলো ৮-৩ গোলের বড় ব্যবধানে। তাই মনে হচ্ছিলো হয়তো হাঙ্গেরিয়ানরাই জিতবে শিরোপা।

উল্লেখ্য, একেল জাতীয় দলের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। ক্লাব পর্যায়ে কাইজারস্লাটার্নের হয়ে ২১৩টি ম্যাচ খেলে ১৯৫১ ও ১৯৫৩ সালে জেতেন দুটি জার্মান লিগ শিরোপা।

কিন্তু ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবার ভাবনা বদলে দেয়। শিরোপার লড়াইয়ে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ওয়াল্টার-একেলরা।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা