আলফাডাঙ্গায় পুলিশের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনে ডিআইজি হায়দার আলী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৬

দেশের ৫৩৪টি থানায় হতদরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ করছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি।

হতদরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় আলফাডাঙ্গা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের বিধবা জরিনা বেগমের গৃহনির্মাণের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব গৃহীত হলে নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ পুলিশ।

৭০ বছর বয়সী জরিনা বেগমের স্বামী শামা গাজী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। তাদের নেই কোনো সন্তান। সহায়-সম্বলহীন জরিনা বেগম থাকতেন অন্যের বাড়িতে। পরে পুলিশের সহায়তায় এই গৃহনির্মাণের জন্য তাকে দেড় শতাংশ জমি দান করেন একই গ্রামের প্রতিবেশী ফিরোজ আহমেদ ডাবলু।

শনিবার সকাল সাড়ে ১১টায় বিধবা জরিনা বেগমের ওই জমিতে এ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান।

পরিদর্শনকালে সাংবাদিকদের ডিআইজি হায়দার আলী বলেন, ‘মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীণ থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের প্রতিটি থানা এলাকায় হতদরিদ্র মানুষের জন্য এ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে এই গৃহনির্মাণ করা হচ্ছে।’

এসময় ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :