গাজীপুরে ছয় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১২
অ- অ+

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১-এর আওতায় গাজীপুরে প্রায় ৬ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হল রুমে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।

আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

গাজীপুরের ৫টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন ও ৩টি পৌরসভায় এক হাজার ৪২৯টি কেন্দ্রে ৬-১১ মাসের ৬৭ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের পাঁচ লাখ ৩৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়।

ওরিয়েন্টেশন সভায় এ সব তথ্য জানান গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তপন কান্তি সরকার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ডা. ফাহাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা