দৌলতদিয়া ঘাটের পদ্মা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুন থেকে খড়স্রোতা পদ্মা নদীতে পড়ে মোজাফফর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। গত বুধবার গভীর রাতে দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দীর্ঘ ১২ কিলোমিটার দূরে ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোজাফ্ফরের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরি ঘাটে নদীর পার হতে আসে। এ সময় বাস থেকে নেমে ওই বাসের যাত্রী মোজাফ্ফর ও তার মেয়ে পল্টুনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাটুরিয়া থেকে একটি ফেরি ওই পল্টুনে আসে। ফেরির ধাক্কায় পল্টুনটি নড়ে উঠলে মোজাফ্ফর পদ্মা নদীর পানিতে পরে তলিয়ে যায়। তখনই গোয়ালন্দের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মোজাফ্ফরকে উদ্ধারের চেষ্টা চালায়।
পরবর্তীতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোজাফ্ফরের লাশ ১২ কিলোমিটার দূরের ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/কেএম)

মন্তব্য করুন