অশ্লীল ছবি-ভিডিও সরাতে পরীকে নোটিশ, মুখ খুললেন নায়িকা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২১, ১০:১০| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৮
অ- অ+

নানা কর্মকাণ্ডে প্রায় গোটা বছরটাই তুমুল আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি। বছরের শেষ প্রান্তে এসে আবারও তিনি আলোচনায়। সোমবার তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন খন্দকার হাসান শাহরিয়ার এবং ইসমাতুল্লাহ লাকী তালুকদার নামে দুই আইনজীবী। নোটিশে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে পরীমনিকে তার সব ধরনের অশ্লীল ভিডিও এবং ছবি সরিয়ে ফেলতে হবে।

আগামী ৩০ দিনের মধ্যে ছবি ও ভিডিও না সরালে পরীমনির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ আছে নোটিশে। এই নোটিশ নিয়ে অভিনেত্রী কী ভাবছেন, তা জানতে যোগাযোগ করা হলে পরীমনি বলেন, ‘আমি কোনো আইনি নোটিশ পাইনি। ব্যাপারটা কী অদ্ভুত না! সাংবাদিকরা পেল আর যাকে নোটিশ পাঠানো হলো সে-ই পেল না। খুবই মজার।’

নায়িকা বলেন, ‘আমার ফেসবুক তো সকলের কাছে খোলা। একটু দেখে নিন, তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে তাদেরটা সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের (আইনজীবীদের)।’

নোটিশে পরীমনির জন্মদিনের ভিডিও নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গত ২৪ অক্টোবর ঢাকার রেডিসন হোটেলে ৩০তম জন্মদিনের জমকালো আয়োজন করেন নায়িকা। সেই পার্টিতে তার পোশাক, নাচ, অঙ্গভঙ্গি নিয়ে অশ্লীলতার প্রশ্ন তোলা হয়েছে। এর আগে জন্মদিনের সকালটা অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে কাটান তিনি। সেই ভিডিওতে সবার প্রশংসাও কুড়ান। রাতে ছিল পার্টি। তবে সেই পার্টির ভিডিও ফেসবুকে পোস্ট করেননি পরীমনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘জনসমক্ষে আমি অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কী করব, সেটা ওই উকিলদের মাথাব্যথার কারণ হতে পারে না। এখন কথা হচ্ছে যে ভিডিওর কথা তারা বলতে চায়, সেগুলো কারা শুট করেছে আর কারা পোস্ট করেছে? যারা পোস্ট করেছে তাদের আইনি নোটিশ পাঠানো হোক। আমার অনুমতি ছাড়া কেন ভিডিও পাবলিশ করেছে তারা।’

শেষদিকে পরীমনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘জন্মদিনের এতদিন পর হঠাৎ এই বিষয়টি কেন তুলে আনলেন ওই দুই আইনজীবী? এতদিন তারা কোথায় ছিলেন?’ এখন দেখার এই আইনি নোটিশের জল কতদূর গড়ায়।

কাজের ক্ষেত্রে বর্তমানে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বউ’ ছবির শুটিং করছেন পরীমনি। এখানে তার নায়ক ইমন। আরও আছেন অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব। এটি জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। পাশাপাশি পরীমনির সঙ্গেও তার দ্বিতীয় কাজ। এর আগে চয়নিকার প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’তেও নায়িকা ছিলেন পরীমনি।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা