নিসচা চাঁদপুর জেলা কমিটির সভাপতি লতিফ সম্পাদক রাসেল

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৪০
অ- অ+

সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির নির্বাচন উৎসবমূখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এমএ লতিফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল দুবছর মেয়াদের (২০২২-২৩ সালের) জন্য নির্বাচিত হয়েছেন।

সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল এ নিয়ে টানা তিনবার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন।

চাঁদপুর শহরের ক্যাফে কর্নারের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নিসচার উপদেষ্টা সোহেল রুশদী।

ফলাফল ঘোষণার সময় সোহেল রুশদী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন হয়েছে, যা সব মহলে গ্রহণযোগ্যতা পাবে। সব ধরনের ভেদাভেদ ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করছি।

এ সময় আরও বক্তব্য দেন উপদেষ্টা বিনয় ভূষণ মজুমদার।

নির্বাচিত সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল সংগঠনের সব সদস্যস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তাদের নির্বাচিত করার জন্য। এ সময় কমিটির বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা