নতুন ৬টি জাহাজ কিনবে শিপিং করপোরেশন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৫৫

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মোহাম্মদ সাব্বির বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) সামনে রেখে সাংবাদিকদের সাথে নজিরবিহীন মতবিনিময় সভা করেছেন। সভায় জানানো হয়েছে, বিএসসি ছয়টি মাদার ভ্যাসেল কিনবে। বাড়াবে তাদের জাহাজের সংখ্যা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের বিএসসি ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি ইংরেজি জাতীয় দৈনিকের রিপোর্ট অনুসারে, সভায় কমোডর সুমন মোহাম্মদ সাব্বির বলেছেন, দেশের চাহিদা পূরণে বিএসসির বহরে নানা আকার ও ধরনের ৪০ থেকে ৫০টি জাহাজ থাকা দরকার ছিল। নানা সমস্যা, বিশেষ করে তহবিল সঙ্কটের কারণে এটি করা সম্ভব হয়নি। বর্তমানে কোম্পানিটিতে মাত্র আটটি জাহাজ আছে। তাই তারা নতুন জাহাজ কেনার পরিকল্পনা করছেন।

তথ্যমতে, বিএসইসি ছয়টি জাহাজ কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে দুটি মাদার বাল্ক ক্যারিয়ার শিপ, দুটি মাদার ট্যাঙ্কার এবং দুটি মাদার প্রোডাক্টস অয়েল ট্যাঙ্কার।

উল্লেখ, গত ২৩ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে বিএসইসি। ওইদিন অনুষ্ঠিত পর্ষদ সভার সিদ্ধান্ত অনুসারে, ২৭ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা। এজিএমের এক সপ্তাহ আগে তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএসসি।

লভ্যাংশ ঘোষণার পরদিন থেকে বাজারে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে বিএসসির শেয়ারের দাম। গত ২৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই শেয়ারের দাম ছিল ৪৯ টাকা। এক মাসের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৩৫ টাকা।

দাম বেড়েছে প্রায় ১৭৬ শতাংশ। তখন থেকে কোম্পানিটি নিয়ে বাজারে ভেসে বেড়াচ্ছে নানা গুজব। ঠিক এমন অবস্থায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের ঘোষণা গুজবকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাছাড়া বিষয়টিকে বিধিবহির্ভূত বলেও মনে করছেন তারা। কারণ বিধি অনুসারে, কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরই কেবল তা প্রকাশ করা যায়। আর সিদ্ধান্তটি সবার আগে জানাতে হয় বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

জিডিপি মূল্যস্ফীতি বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: সিপিডি

বহুমুখী চ্যালেঞ্জ ছাপিয়ে স্মার্ট বাংলাদেশ অভিযাত্রা

মূল্যস্ফীতি কমানোর জন্য দরকারি আর্থিক পদক্ষেপগুলো প্রস্তাবিত বাজেটে নেই: সিপিডি

বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব, এফবিসিসিআইয়ের সাধুবাদ

বিশেষজ্ঞদের অভিমত: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সহজ হবে না

রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

হোসিয়ারী ব্যবসায়ীদের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে পিএমকে’র ব্র্যান্ডিং প্রকল্প

স্ক্র্যাচ কাডের্র মাধ্যমে উপহার বিতরণের জন্য পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ইসলামী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং টুওয়ার্ডস এক্সিলেন্স ইন অ্যাসেট কোয়ালিটি ক্যাম্পেইন শুরু

নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এলো বেঙ্গল মিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :