ঝিনাইদহে পুকুরে বৃদ্ধের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৩৯
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার ওই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগাছড়া গ্রামের মৃত সৌয়দ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে।

ভায়না ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা তুষার জানান, ব্যাপারটি আমাকে পরিবার থেকে জানিয়েছে। নজির মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। গত শনিবার সে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়িতে ফেরেনি। তার পরিবার এলাকায় মাইকিংসহ ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা