জাবিতে হল খোলা রেখেই চলবে অনলাইন ক্লাস-পরীক্ষা

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ০৯:২৪
ফাইল ছবি

করোনা মহামারির পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা থাকবে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রসাশনিক সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষাসমূহ ছাড়া ক্লাস, টিউটোরিয়াল,অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন অনলাইনে চলমান থাকবে। এছাড়া যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা চলমান রয়েছে তাদের নতুন করে রুটিন করতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আবারও সভা করে সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে। লাইব্রেরি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে, ভেতরে অবস্থান করা যাবে না। তবে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম যথারীতি চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে সব ধরনের জমায়েত, বহিরাগত ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :