শাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩১
অ- অ+

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সংহতি সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

রবিবার (২৩ জানুয়ারি) বিকালে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলা ও মামলার প্রতিবাদ জানিয়ে ভিসির আচরণকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেন। এছাড়া শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও অনশন চলমান থাকবে বলেও জানান।

ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণি আনজুমের সঞ্চালনায় বক্তব্যে ঢাবি শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের সাধারণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ দ্বারা হামলা করা হয়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সাউন্ড গ্রেনেড ব্যবহারের ন্যাক্কারজনক ইতিহাস তৈরি করেছে তারা। সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা স্বৈরাচারী হয়ে ওঠেছেন। শিক্ষার্থীরা ১১ দিন ধরে আন্দোলন ও চারদিন ধরে অনশন করছেন। অথচ এই রাষ্ট্র নিশ্চুপ হয়ে আছে। তাই আমাদের উচিত এই স্বৈরাচারী কাঠামো ভাঙতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা।’

সমাবেশে ঢাবি শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, ‘বর্তমানে পদলেহন করেই ভিসির দায়িত্ব পাওয়া যায়। আমাদের শিক্ষকেরা একবারও ভাবেন না শিক্ষার মান রক্ষা করা আমাদের দায়িত্ব কি না। একটি সাধারণ যৌক্তিক দাবি নিয়েই শাবিপ্রবি শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তাদের ঐক্যবদ্ধতা থেকে বাকিদের শেখা উচিত।’

এসময় শাবিপ্রবি শিক্ষার্থী হাসিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যতদিন পর্যন্ত ভিসিকে অপসারণ করা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। যেভাবে ভিসি আমাদের ওপর হামলা করেছে, যতদিন সমাধান না হবে ততদিন আমরা এটিকে সহিংস রাখব। আমরা চাচ্ছি অস্ত্র না ধরে, ক্যাম্পাসের একটি পাখিরও ক্ষতি না করে আন্দোলন সফল করতে। শিক্ষার্থীরা অনশন করছেন এটা চলমান থাকবে।’

শাবিপ্রবির সঙ্গে সংহতি প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন রহমান বলেন, ‘শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পার হয়েছে। অথচ তাদের চামড়া এতই মোটা যে, পদ আঁকড়ে ধরে আছেন৷ উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধাচারণ করছেন তারা। আমরা জাবি শিক্ষার্থীরা শাবিপ্রবির সঙ্গে আছি। অবিলম্বে এই নির্লজ্জ ভিসিকে অপসারণ করাসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিতে হবে৷’

সমাবেশে অন্যান্যের মতো বক্তব্য দেন ঢাবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ, আকিফ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান সুমিত, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা