এক বছরের মধ্যে পুঁজিবাজারকে ইমার্জিং মার্কেটে নিতে হবে: ডিএসই চেয়ারম্যান

বাংলাদেশের পুঁজিবাজারে জিডিপির অবদান ২০ শতাংশের কম। যা পার্শবর্তী দেশের তুলনায় অনেক কম। তবে সম্ভাবনা অনেক বেশি। আগামী এক বছরে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিতে হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।
দেশের পুঁজিবাজার আগের তুলনায় গতিশীল হলেও এখনো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারিনি। ভালো কাজ করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে চাই বলেও জানান তিনি।
বুধবার সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) নতুন কমিটির সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান আরও বলেন,বাংলাদেশের পুঁজিবাজার গত ১৫ বছরে অনেক এগিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি নাই। বড় দুর্বলতা হলো আমরা বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারিনি। এর জন্য আমাদের সম্মিলিতভাবে ভালো কাজ করে পু্ঁজিবাজারকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী অর্থায়নের বিকল্প নেই। এর জন্য বড় মাধ্যম হলো পুঁজিবাজার। পুঁজিবাজাকে সেই অর্থায়নের জন্য তৈরি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসইর সতন্ত্র পরিচালক সালমা নাসরিন,শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ আবু আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নির্বাহি কমিটির সদস্য রোকন উদ্দিন মাহমুদ, আলমগীর হোসেন, বাবুল বর্মন, হুমায়ন কবীর বাবু ও মোস্তাফিজুর রহমান।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

চার বছর ধরে ডিভিডেন্ড দেয় না ডেল্টা লাইফ, কিন্তু কেন?

এক লাফে ৪২০০ টাকা বেড়ে স্বর্ণের ভরি সাড়ে ৮২ হাজার

বাজেটে উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচি রাখার তাগিদ বিশেষজ্ঞদের

ওয়ালটনের পণ্য রপ্তানিতে সহায়তা করবে ইপিবি

দিলওয়ার চৌধুরী ব্যাংক এশিয়ার অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের "বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উৎসবে তারার মেলা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

এনসিসি ব্যাংকের নতুন দুই পণ্যসেবা চালু
