অনশন ভাঙার দিনে জামিন পেলেন শাবির সাবেক পাঁচ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৪

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা অনশন ভাঙার দিনেই জামিন হলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন পাঁচ শিক্ষার্থীর।

বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. সুমন ভূইয়া পাঁচজনের জামিন মঞ্জুরের আদেশ দেন।

জামিন পাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা হলেন টাঙ্গাইলের সখীপুরের দারিপাকা গ্রামের হাবিবুর রহমান খান, বগুড়ার শিবগঞ্জের লক্ষ্মীকোলা গ্রামের রেজা নুর মুইন, ঢাকার মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা এ কে এম মারুফ হোসেন, কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের ফয়সাল আহমেদ ও খুলনার সোনাডাঙ্গার ছাত্তার বিশ্বাস রোড এলাকার এ এফ এম নাজমুল সাকিব ।

আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল৷

শাবিপ্রবির প্রাক্তন এই শিক্ষার্থীদের মধ্যে এ এফ এম নাজমুল সাকিবের করোনা শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাকে ছাড়া বাকি চারজনকে আদালতে হাজির করা হয়। পরে পাঁচজনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামির পক্ষে জামিন শুনানিতে অংশ নেওয়া আইনজীবী কানন আলম।

আইনজীবী বলেন, আদালতে জামিন শুনানির পর বিচারক সন্ধ্যা সোয়া সাতটার দিকে জামিন মঞ্জুরের আদেশ দেন। শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী মাহফুজুর রহমান ও আবু ফাহাদ।

এর আগে গত মঙ্গলবার বিকালে ঢাকা থেকে পাঁচজনকে সিলেটে আনা হয়। তাদের ঢাকার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানায় লায়েক আহমদ নামের এক ব্যক্তি একটি মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে চারজনকে আদালতে পাঠানো হয়।

গত ১৩ জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। পরদিন রবিবার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ১৫ জানুয়ারি বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় শাবি কর্তৃপক্ষ।

তবে তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এক কিলোতে উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করেন। প্রায় ২৮ জন শিক্ষার্থী অনশনে যোগ দেন। বুধবার সকালে তাদের অনশন ভাঙান অধ্যাপক জাফর ইকবাল।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :