মানিকগঞ্জে গৃহবধু হত্যায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের শিবালয়ে পরকীয়ার জেরে সালেহা বেগম নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন প্রাপ্ত রেজাউল জেলার শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিল। নিহত সালেহা বেগম একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, আসামি রেজাউলের সাথে সিরাজুল ইসলামের স্ত্রী সালেহার পরকীয়ার সর্ম্পক ছিল। সালেহার স্বামীও আরিচা ঘাটে চায়ের দোকানে কাজ করতো। দোকানে কাজের সুবাদে সিরাজুল গভীর রাতে বাড়িতে আসতো। ২০১১ সালের অক্টোবর মাসের ১ তারিখ রাত সাড়ে ১২ টার সালেহা বাড়ি থেকে বের হয়ে নিঁখোজ হয়। পরদিন ভোরে আরিচাস্থ আবহাওয়া অফিসের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সালেহার ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে রেজাউল ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরদিনই রেজাউলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে রেজাউল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নিরঞ্জন বসাক জানান, মামলার তদন্তকর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ২০১২ সালে ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রেজাউলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। আসামি রেজাউল জামিন নিয়ে পলাতক আছে।
আসামি পক্ষের মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুষ্টিয়ায় তালের শাঁসের কদর বেড়েছে

বছরের পর বছর আর্সেনিক আক্রান্ত চুয়াডাঙ্গার মানুষ, নেই প্রতিকার

সোনারগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হলেন তুষার

বোয়ালখালী-পটিয়া-রাঙ্গুনিয়া সীমান্তে পাহাড়ি সন্ত্রাসীর রাজত্ব

চলনবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

আত্রাইয়ে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩

জিয়া, এরশাদ ও খালেদাকে নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী

চৌগাছায় নায়েবের বিরুদ্ধে অভিযোগের স্তূপ
