আস্থা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ২১:০০
অ- অ+

ঢাকা সেনানিবাসে আর্মি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘পরিচালনা পর্ষদ সভা- ১/২০২২” অনুষ্ঠিত হয়। এটি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের ১১ তম সভা। আজ সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাটি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারমান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আস্থা লাইফের পরিচালনা পর্ষদের পরিচালকদের অংশগ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন এজেন্ডা উপস্থাপন ও চেয়ারম্যান কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ ও প্রদানের মাধ্যমে পরিচালিত হয়।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারমান মেজর জেনারেল সাকিল আহমেদসহ অন্যান্য পরিচালকেরা এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম (অবঃ) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করে।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও আস্থা লাইফের ব্যবসায়িক অগ্রগতি ও অর্জনে সেনাবাহিনী প্রধান সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা