নোয়াখালীতে বস্তায় মিলল দেশীয় অস্ত্র

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ০১:০৯
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, একটি লোহার চাপাতি, দুটি বড় ধামা, একটি বড় কিরিচ, একটি কোড়াবারি, তিনটি বড় ছুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন রোমন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ওই এলাকায় বেড়িবাঁধের পাশে অস্ত্রগুলো সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওসি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পুলিশের চেকপোস্টের ভয়ে সড়কের পাশে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে চরপার্বতীসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা