সাড়ে ৪ ঘণ্টার বেশি পুড়ল জাহিন গার্মেন্টস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ২১:০১| আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০০:৩২
অ- অ+

সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুরের জাহিন গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে কারখানার চারটি ইউনিট ও সরঞ্জাম। এ আগুনের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন লাগে। রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার শ্রমিকরা জানান, ছুটির দিনে কারখানায় খুব বেশি লোকজন ছিলেন না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও পরে ধাপে ধাপে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে জানান, শুক্রবার রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

এদিকে আগুন লাগার পর সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের পাশে মদনপুরের সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে যাতায়াতকারীরা। আড়াই ঘণ্টার বেশি সময় যানজট ছিল। আগুন কমার পর যানজটও কমে। রাত নয়টার দিকে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান। তিনি বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ ছিল। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল শুরু হয়।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা