মদ খেয়ে মোদিকে টুইট! সে রাতে কী হয়েছিল কপিলের?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫৩| আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫৬
অ- অ+

শনিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কপিল শর্মার স্ট্যান্ড আপ কমেডি শো ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডন ইয়েট’। সেখানে কপিল নিজের সঙ্গে সম্পর্কিত বিতর্ক, ক্যারিয়ারে আশা-হতাশা এবং নরেন্দ্র মোদিকে করা টুইট নিয়েও কথা বলেছেন। শো প্রকাশ্যে আসার আগে একটি প্রোমো শেয়ার করা হয়েছিল। যেখানে সেই রাতের ব্যাপারে কথা বলেন কপিল।

জনপ্রিয় এই কমেডিয়ান বলেন, ‘আমাদের মতো লোক আট পেগ মদ খেয়ে যেই শো চলছে, সেটাকেও বন্ধ করে দিতে পারে।’ তিনি কথা বলেন মদ্যপ অবস্থায় নরেন্দ্র মোদিকে ট্যাগ করে টুইট করার কথা এবং পরে সেই টুইটের জন্য তাকে লোকজনের কাছে কতটা গালাগালি খেতে হয়েছিল, সে কথাও ফাঁস করেন।

সে রাতের কথা উল্লেখ করে কপিল বলেন, তার দিনটা খারাপ গিয়েছিল, তাই ভেবেছিলেন রাতটা ভালো করে কাটানো উচিত। আমি কি জানতাম, এক রাত আমার এত রাত নষ্ট করে দেবে।’

কপিল জানান, প্রথম পেগ খাওয়ার পর তিনি বাড়ির পরিস্থিতি দেখে রেগে যান। সেকেন্ড পেগের পর সমাজে কমতি খুঁজতে শুরু করেন। তৃতীয় পেগের পর তিনি জাতীয় পর্যায়ে পৌঁছে যান। কপিল মস্করা করে জানান, ‘আমার সঙ্গে আমার বাবুর্চিও ছিল। আমি ভাবলাম, তিন পেগের পর সে যদি তার বসের সঙ্গে খোলামেলা হযতে পারে, তাহলে আমিও আমার বসের (মোদি) সঙ্গে খোলামেলা হব না কেন। আমি টুইট করে বসি মোদিজিকে। এরপর তার সমর্থকরা আমাকে যে পরিমাণ গালাগালি দেয়, তা বলে শেষ করতে পারব না।’

প্রসঙ্গত, এটা ২০১৬ সালের ঘটনা। গভীর রাতে মোদিকে ট্যাগ করে একটা টুইট করেন কপিল। সেখানে লেখেন, ‘আমি গত পাঁচ বছর ধরে ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি এবং আমার অফিস তৈরি করতে আমাকে বিএমসিকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার ভালো দিন?’ শুধু তাই নয়, গালাগালি ভরা টুইট এবং হুমকিও দিতে থাকেন তিনি। তার টিম যতবার টুইট মুছে দিচ্ছিল, তিনি ততবার টুইট করছিলেন।

ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা