সব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি দিল ঢাকা উত্তর বিএনপি

ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে সংগঠনটির দপ্তরের দায়িত্বে থাকা মো. জিয়াউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি-
জোন ১. উত্তরা পশ্চিম জোন: (উত্তরা পশ্চিম, খিলক্ষেত, তুরাগ ও বিমানবন্দর থানা)। ওয়ার্ড সমূহ- ৪১, ৫১ নং ওয়ার্ড (উত্তরা পশ্চিম), ১৭, ৪৩ ও ৪৮ নং ওয়ার্ড (খিলক্ষেত), ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড (তুরাগ) এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড (বিমানবন্দর থানা)।
২. তেজগাঁও জোন: (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা)। ওয়ার্ড সমূহ- ২৫ ও ২৬ নং ওয়ার্ড (তেজগাঁও), ২৪ ও ২৫ নং ওয়ার্ড (শিল্পাঞ্চল), ২২, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড (হাতিরঝিল থানা)।
৩. বাড্ডা জোন: (বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা)। ওয়ার্ড সমূহ- ৯৭ নং সাংগঠনিক ওয়ার্ড, ২১, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নং ওয়ার্ড (বাড্ডা), ১৭, ৩৯ ও ৪০ নং ওয়ার্ড (ভাটারা) এবং ৯৮ নং সাংগঠনিক ওয়ার্ড ও ২৩ নং ওয়ার্ড (রামপুরা)।
৪. উত্তরা পূর্ব জোন: (উত্তরা পূর্ব, উত্তরখান ও দক্ষিণখান)। ওয়ার্ড সমূহ- ১ নং ওয়ার্ড (উত্তরা পূর্ব), ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড (উত্তরখান) এবং ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নং ওয়ার্ড (দক্ষিণখান)।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হক ওয়ার্ড কমিটি অনুমোদন করেন।
ওয়ার্ড কমিটির আহবায়ক, ১ম যুগ্ম আহবায়ক ও ২য় যুগ্ম আহবায়ক এর স্বাক্ষরে অধীনস্থ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
আগামী ১৫ দিনের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা মহানগর উত্তর বি.এন.পির আহবায়ক ও সদস্য সচিব এর নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/বিইউ/ইএস

মন্তব্য করুন