প্লে-অফে ফিরছে দর্শক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২
অ- অ+

দর্শকদের নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের নতুন ধরন আসার কারণে সেটা আর সম্ভব হয়নি। দর্শক ছাড়াই শেষ হয়েছে প্রথমপর্বের খেলা। অবশেষে দর্শক ফিরল বিপিএলে। গ্যালারীতে বসেই প্লে-অফের ম্যাচগুলো দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান বোর্ডের গণমাধ‍্যম ও যোগাযোগ কমিটির প্রধান তানভির আহমেদ টিটো। তবে টুর্নামেন্টের শেষ চার ম‍্যাচের জন‍্য কোনো টিকেট বিক্রি করবে না বিসিবি। টিটো সেটাও নিশ্চিত করেছেন।

তবে ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখতে হলে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। আমাদের আলাদা কোনো টিকিট বুথ থাকবে না। যেহেতু করোনার নতুন ঢেউ চলছে দেশে। টিকিটের বুথ করা হলে বিশৃঙ্খলা হবে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া সব মিলিয়ে চার-পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবে। তবে পুরো স্টেডিয়ামেই ছড়িয়ে বসতে পারবে তারা।

উল্লেখ্য, শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমপর্বের খেলা। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্লে-অফপর্বের খেলা। নিজ নিজ যোগ্যতায় সেরা চারে জায়গা করে নিয়েছে চার দল। ১০টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ফরচুন বরিশাল। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১৩ পয়েন্ট। আর ১০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই দিনে অন্য ম্যাচে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা